কৃষি জমির মাটি ইট ভাটায় ব্যবহার, দুই লাখ টাকা জরিমানা

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৬, ২০২৫, ০৪:২৯ পিএম

ঝালকাঠির নলছিটিতে কৃষি জমির মাটি কেটে ইটভাটায় ব্যবহার করার অপরাধে "হাওলাদার ব্রিকস" নামে একটি ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

একই সাথে, "এসআরবি ব্রিকস" নামে একটি ইটভাটার ড্রাম চিমনি ভেঙে ফেলা হয় এবং ফায়ার সার্ভিসের মাধ্যমে ইট বিনষ্ট করে ভাটাটি বন্ধ করে দেওয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার দপদপিয়া ও সারদল এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

নলছিটির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন। এ সময় ঝালকাঠি পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা ও পরিদর্শক আমিনুল হক উপস্থিত ছিলেন।

ইউএনও মো. নজরুল ইসলাম বলেন, "ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"

ইএইচ