যশোরের অভয়নগরে দুর্বৃত্তরা এনামুল গাজী (৩৪) নামের এক যুবদল নেতার পায়ের রগ কেটে দিয়েছে।
বুধবার রাতে উপজেলার নওয়াপাড়া কাঁচা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী যুবক উপজেলার নওয়াপাড়া পৌর যুবদলের যুগ্ম আহবায়ক। আহত এনামুল গাজী উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দূর্গাপুর গ্রামের হাসান গাজীর ছেলে।
তাকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, গত ২৪শে ফেব্রুয়ারি স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে তালতলা বাজার এলাকায় মারামারির ঘটনা ঘটে। এতে এক গ্রুপের লোকজন গুরুতর আহত হয়। ঐ ঘটনার প্রেক্ষিতে এ হামলার ঘটনা ঘটতে পারে। ভুক্তভোগীর পরিবার ও পুলিশ জানায়, আহত এনামুল গাজী নওয়াপাড়া কাঁচাবাজারে বাজার করতে গেলে ১০ থেকে ১৫ জনের একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। এসময় তার ডান পায়ের রগ কেটে ও পেটে ছুরিকাঘাতে রক্তাক্ত গুরুতর জখম করে পালিয়ে যায় তারা। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ভ্যানে করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সোভন বিশ্বাস বলেন, এনামুল নামের এক ব্যক্তিকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। ধারালো অস্ত্রের আঘাতে তার ডান পায়ের রগ কেটে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নওয়াপাড়া পৌর যুবদলের আহবায়ক আতাউর রহমান আতা বলেন, এনামুল গাজী ওপর এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পূর্ব শত্রুতার জেরে ঘটনাটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ইএইচ