কিশোরগঞ্জে জিয়া সাইবার ফোর্সের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৬, ২০২৫, ০৬:৪৪ পিএম

কিশোরগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে জিয়া সাইবার ফোর্সের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

বুধবার রাতে কিশোরগঞ্জ প্রেসক্লাবে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা, কেক কাটা এবং দোয়া অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক মাহমুজুল হক খান জিকু এবং সঞ্চালনা করেন সদস্য সচিব ফয়সাল আহমেদ ওসামা।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক, জেলা যুবদলের সহ-সভাপতি এবং শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি বাবু জীবন চন্দ্র দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ জিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, জেলা যুবদলের পল্লী উন্নয়ন ও সমবায় সম্পাদক আরিফুল ইসলাম সুজন প্রমুখ।

এ সময় সাবেক ছাত্র নেতা মুমিত করিমসহ কিশোরগঞ্জ জেলা জিয়া সাইবার ফোর্সের ৬১ সদস্য বিশিষ্ট কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় এবং পরবর্তীতে জিয়া পরিবারসহ দেশের কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

ইএইচ