রাজবাড়ীর পাংশা উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ মো. মহিউদ্দিন মানিককে মারধর করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পাংশার মৌরাট ইউনিয়নের জীবননালা গ্রামে একটি রাস্তা বন্ধ করে দেয়ার প্রতিবাদ করায় স্থানীয় রোকন মিয়া ও মজনু মিয়া তাকে মারধর করেন।
আহত অবস্থায় মহিউদ্দিন মানিককে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মহিউদ্দিন মানিকের বাবা মো. আলাউদ্দিন জানান, তাদের বাড়ির পাশে অবস্থিত জীবননালা মহিলা মাদরাসার পরিচালক তার ছেলে মহিউদ্দিন মানিক। বাড়ির পাশ দিয়ে একটি সরকারি গলি থাকলেও রোকন মিয়া ও মজনু মিয়া সেখানে ঘর নির্মাণ করে দখল করে রেখেছেন।
সম্প্রতি সড়ক নির্মাণকাজ শুরু হলে সরকারি গলিটি বাদ দিয়ে তাদের বাড়ি ও মাদ্রাসার পথ বন্ধ করে রাস্তা তৈরি করা হয়। এর প্রতিবাদ করলে মহিউদ্দিন মানিককে মারধর করা হয়।
তিনি আরও বলেন, "আমরা আইনের আশ্রয় নেব। রোকন মিয়া ও মজনু মিয়া দীর্ঘ ১৬ বছর ধরে আমাদের হয়রানি করছে। এবার আমার ছেলেকে মারধর করেছে, গালিগালাজ করেছে। আমরা নিরীহ মানুষ, কিন্তু এই অন্যায় মেনে নেব না।"
এ ঘটনার খবর পেয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের পাংশা উপজেলা শাখার সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান হাসপাতালে গিয়ে আহত মহিউদ্দিন মানিককে দেখতে যান।
তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
ইএইচ