তালায় বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৬, ২০২৫, ০৭:৪৩ পিএম

সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।

ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে ও যুবদলের সদস্য সচিব করিমের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সাহাদাৎ হোসেন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক স. ম. ইয়াসিন উল্লাহ প্রমুখ।

এছাড়া তালা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, সদস্য সচিব মোস্তফা মহাসিন মন্টু, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, উপজেলা মহিলা দলের নেত্রী শিরিনা সুলতানা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোয়ার্দার ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাফিজুর রহমান এবং যুবনেতা সৈয়দ আজম হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, ‘আমরা দীর্ঘ ১৬ বছর স্বস্তিতে থাকতে পারিনি। আমাদের দলীয় নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ বিএনপির জাতীয় নেতাদের সুস্থভাবে রাজনীতি করার সুযোগ দেওয়া হয়নি।’

তিনি আরও বলেন, ‘সরকার জনগণের কণ্ঠরোধের চেষ্টা করেছে। আলেম-ওলামাদের ওপর দমনপীড়ন চালিয়েছে, সভা-সমাবেশের স্বাধীনতা হরণ করেছে। তবে এ দেশের মানুষ গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হয়েছে।’

এর আগে দুপুর থেকে বিকাল পর্যন্ত বিএনপি নেতা প্রয়াত আবুল কাসেম সরদার, সাইফুল ইসলাম কোহিনূর এবং উপজেলা যুবদল নেতা হোসেনের কবর জিয়ারত করেন দলীয় নেতাকর্মীরা।

ইএইচ