‘দিল্লি না ঢাকা-ঢাকা, ঢাকা’ এবং ‘আপোস না সংগ্রাম-সংগ্রাম, সংগ্রাম’—এমন স্লোগানে জয়পুরহাটের পাঁচবিবি সাব-রেজিস্টার অফিস ঘেরাও ও বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্ররা।
ভূয়া দলিল তৈরি, অতিরিক্ত টাকা আদায় এবং বিভিন্ন দুর্নীতির অভিযোগে বৃহস্পতিবার দুপুরে ছাত্ররা সাব-রেজিস্টার অফিসের সামনে একত্রিত হয়ে বিক্ষোভের পর অফিস ঘেরাও করে।
বিক্ষোভকারীদের অভিযোগ, সাব-রেজিস্টার অফিসের কর্মচারী ও দলিল লেখকরা সাধারণ জনগণের কাছ থেকে বিভিন্ন অজুহাতে অতিরিক্ত টাকা আদায় করে। এছাড়া, ভূয়া দলিল তৈরি, দালালের মাধ্যমে অবৈধ লেনদেনসহ নানা অনিয়ম হয়ে থাকে। এসব দুর্নীতি বন্ধ করার জন্যই তারা বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি পালন করছেন।
পাঁচবিবি সাব-রেজিস্টার অফিস কর্মকর্তা কামরুল হাসান বলেন, "আমি একদিন আগে এ অফিসে যোগদান করেছি। ছাত্ররা বিভিন্ন দাবিতে অফিসে এসেছিল, তাদেরকে বলেছি অভিযোগগুলো লিখিত আকারে দিতে।"
ইএইচ