কলমাকান্দায় ৮২ বোতল ভারতীয় মদ জব্দ

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৭, ২০২৫, ০৪:২৬ পিএম

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর একটি বিশেষ অভিযানে মালিকবিহীন অবস্থায় ৮২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে নেত্রকোণা ব্যাটালিয়নের অধীনস্থ কলমাকান্দার কচুগড়া বিওপির ৬ সদস্যের একটি বিশেষ দল সীমান্ত এলাকা সংলগ্ন খারনৈ ইউনিয়নের ভাষানকুড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডের ৮২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম কামরুজ্জামান, পিবিজিএম বলেন, "জব্দকৃত মদ নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।"

ইএইচ