নেত্রকোণায় কবি ইসলাম উদ্দিন খান চঞ্চল রচিত "পাথর চাপা" ও "মুক্তির ছোঁয়া" কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন ও পাঠ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৪টায় উকিল পাড়ায় অবস্থিত প্রত্যাশা ভবনে প্রত্যাশা সাহিত্য গোষ্ঠী আয়োজন করে এই অনুষ্ঠান।
সংগঠনের সভাপতি মনির হোসেন বরুণের সভাপতিত্বে ও চিন্ময় তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বই দুটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন— প্রফেসর ননী গোপাল সরকার, প্রাবন্ধিক হারধন সাহা, মো. আঙ্গুর হোসেন, কবি সরোজ মোস্তফা, সাহিত্য সমাজের প্রিয় কবি তানভীর জাহান চৌধুরী, উদীচীর সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু এবং প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক ওবায়দুল হক রিপনসহ আরও অনেকে।
আলোচকরা বই দুটির সাহিত্যিক মূল্যায়ন করেন এবং কবি ইসলাম উদ্দিন খান চঞ্চলের সাহিত্যচর্চার প্রশংসা করেন।
ইএইচ