টাঙ্গাইলে ছাত্র প্রতিনিধি পরিচয়ে সাবেক এমপির বাড়ি দখল

টাঙ্গাইল প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৮, ২০২৫, ০৮:৫৭ পিএম

টাঙ্গাইলের শহরের ছোটকালীবাড়িতে অবস্থিত ছয়তলা বিশিষ্ট ভবনটি জবরদখল করার অভিযোগ উঠেছে ছাত্র প্রতিনিধি পরিচয়ে।

সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহেরের বাসায় শনিবার সকালে সমন্বয়ক মারইয়াম মুকাদ্দাস মিস্টি ২০ জন পাগল নিয়ে প্রবেশ করেন।

এ বিষয়ে মারইয়াম মুকাদ্দাস মিস্টি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে আগেই ঘোষণা দেওয়া হয়েছিল যে, আওয়ামী লীগের সকল নেতাদের বাড়িতে পাগলদের জন্য ‘আশ্রম’ গড়ে তোলা হবে। এরই অংশ হিসেবে তিনি এই ভবনে প্রবেশ করেছেন এবং সেখানে আল মুকাদ্দাস ফাউন্ডেশনের ২০ জন পাগল রেখে আশ্রম প্রতিষ্ঠা করেছেন।

তিনি আরও বলেন, "এটাকে জবরদখল বলা যাবে না, কারণ এটি কোনো ব্যক্তির ব্যবহারের জন্য নেওয়া হয়নি, বরং সমাজের অবহেলিত পাগলদের জন্য আশ্রম তৈরি করা হয়েছে।"

অপরদিকে, সাবেক এমপির বাসায় পাগলদের আশ্রম তৈরির বিষয়ে স্থানীয়রা অস্বস্তি প্রকাশ করলেও তারা প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না। স্থানীয়রা জানিয়েছেন, এই আবাসিক এলাকায় এমন আশ্রম প্রতিষ্ঠার ফলে তাদের জীবন-যাত্রায় প্রভাব পড়ছে।

মারইয়াম মুকাদ্দাস মিস্টি আরও জানান, সাবেক এমপির পক্ষ থেকে একজন লোক এসে তাকে জানায় যে, "বাসা না ভেঙে সেখানে আশ্রম তৈরি করা হোক।" তবে তিনি ওই ব্যক্তির নাম পরিচয় জানাতে পারেননি।

এ ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক আল আমিন বলেন, "এই ধরনের কার্যক্রম তারা সমর্থন করেন না। ছাত্র প্রতিনিধির পরিচয় দিয়ে একে অপরের বাড়ি দখল করা বা বিশেষ সুবিধা নেওয়া কখনোই গ্রহণযোগ্য নয়।"

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহম্মেদ জানিয়েছেন, তিনি লোকমুখে বিষয়টি শুনেছেন এবং এ ধরনের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি, ছাত্র-জনতা সাবেক এমপি জোয়াহেরুল ইসলাম জোয়াহেরের বাসায় ঢুকে লুটপাট ও ভাংচুর চালায় এবং গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি ও তার পরিবার আত্মগোপনে রয়েছেন।

ইএইচ