‘আন্তর্জাতিক নারী দিবসে জুলাই অভ্যুত্থানে ১১ নারী শহীদের প্রতি শ্রদ্ধা জানাই’

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৮, ২০২৫, ০৯:১১ পিএম

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন, "জুলাই অভ্যুত্থানে ১১ নারী শহীদ হয়েছেন এবং অনেকেই আহত হয়েছেন। আন্তর্জাতিক নারী দিবসে তাদের প্রতি সম্মান জানানো আমাদের কর্তব্য।"

শনিবার বিকাল ৩টায় গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের আয়োজনে কিউট আন্তর্জাতিক নারী দিবস আরচ্যারী টুর্নামেন্ট ২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

তিনি বলেন, "সব অর্জন সমান নয়। কিছু ফেডারেশন, যারা বাংলাদেশের জন্য জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সম্মান এনেছে, তাদের মধ্যে আরচ্যারী ফেডারেশন অন্যতম। নারীরা পুরুষদের সঙ্গে সমানতালে আন্তর্জাতিক অঙ্গনে এগিয়ে যাচ্ছে। নারী আরচ্যারিদের সাফল্যে আমি গর্বিত।"

এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও খেলোয়াড়বৃন্দ।

আরচ্যারী টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ পুলিশ আরচ্যারী বিভাগের ইতি খাতুন এবং রানার্সআপ হয় বিকেএসপির সোনালী রায়। শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপকে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।

ইএইচ