বগুড়ায় মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সারওয়ার পারভেজ পঞ্চমবারের মতো জেলার শ্রেষ্ঠ ইনচার্জ হিসেবে সম্মাননা পেয়েছেন।
শনিবার বগুড়া পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় ফেব্রুয়ারি মাসের কর্মদক্ষতার ভিত্তিতে তাকে এ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন বগুড়া জেলার পুলিশ সুপার জেদান আল মুসা (পিপিএম)।
সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন স্তরের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে, টানা চার মাস ধরে তিনি জেলার শ্রেষ্ঠ ইনচার্জ নির্বাচিত হয়ে আসছেন।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সারওয়ার পারভেজ বলেন, "আমি দায়িত্ব নেওয়ার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। এ সম্মাননা শুধু আমার একার নয়, এটি পুরো মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। এটি আমাদের আরও উৎসাহিত করবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় আরও কঠোর হতে অনুপ্রাণিত করবে।"
তিনি সমাজে শান্তি প্রতিষ্ঠা ও অপরাধ দমনে সবার সহযোগিতা কামনা করেন।
ইএইচ