টাঙ্গাইলে যৌথবাহিনীর অভিযানে আওয়ামী লীগ নেতার বাসা দখলমুক্ত

টাঙ্গাইল প্রতিনিধি: প্রকাশিত: মার্চ ৯, ২০২৫, ১২:৪৫ পিএম

টাঙ্গাইলে যৌথবাহিনীর অভিযানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহেরের বাসা দখলমুক্ত করা হয়েছে।

শনিবার (৮ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে শহরের ছোট কালিবাড়ীর সাবেক এমপির  বাসা থেকে মানসিক ভারসাম্যহীনদের বের করে সন্তোষ বড়ইতলায় পূর্বের বাসায় নিয়ে যাওয়া হয়েছে।

রাত সাড় ৯টা থেকে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন শরিফের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

এর আগ, শনিবার সকালে ছাত্র প্রতিনিধি ও সমন্বয়ক পরিচয়ে মারইয়াম মুকাদ্দাস মিস্টি জোয়াহেরুল ইসলামের বাসার তালা ভেঙে ১৭ জন পাগল নিয়ে ভবনে প্রবেশ করেন। এতে জেলাজুড় আলোচনা-সমালোচনার ঝড় উঠে।

জোয়াহরুল ইসলামের স্ত্রী রওশন আরা খান জানান,তাদের কাছে  মিস্টি নামের এক মেয়ে ১০ কোটি টাকা চাঁদা চেয়েছিল। সেই টাকা না দেওয়ায় তারা বাড়ি জবর দখল করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে।বাড়িটি তার নামে,তার  স্বামীর নামে নয়।তিনি এ ঘটনায় সঠিক বিচার দাবি করছেন।

এ ব্যাপারে টাঙ্গাইল  সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন শরিফ জানান, ‘১৭ জন মানসিক ভারসাম্যহীনদের উদ্ধার করা হয়েছে। সমাজসেবাসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে তাদের পুনর্বাসন করা হবে।’

বিআরইউ