পাটগ্রামে জামায়াতে ইসলামীর ব্যবসায়ী ইউনিটের ইফতার ও দোয়া মাহফিল

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৯, ২০২৫, ০৭:২১ পিএম

লালমনিরহাটের পাটগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউরা ইউনিয়ন ব্যবসায়ী ইউনিট শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (৯ মার্চ) বাউরা আরেফা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী বাউরা ইউনিয়ন ব্যবসায়ী ইউনিট শাখার সমন্বয়ক সেকেন্দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম -হাতীবান্ধা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা ) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আলহাজ্ব আনোয়ারুল ইসলাম রাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা জামায়াতের আমীর হাফেজ শোয়াইব আহমেদ, সেক্রেটারি মনোয়ার হোসেন লিটন, পাটগ্রাম পৌর জামায়াতের আমীর সোহেল রানা।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর বাউরা ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আশরাফুল আলম, সেক্রেটারী শাহিনুর আলম,সহ-সেক্রেটারী জাহাঙ্গীর আলম সরকার, জামায়াতে ইসলামীর বাউরা ইউনিয়ন শাখার সহ- সভাপতি জালাল উদ্দিন, জামায়াতে ইসলামীর বাউরা ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান হাসান প্রমুখ।

আরএস