ধর্ষণের বিচার দাবিতে এলেঙ্গাতে বিক্ষোভ ও মানববন্ধন

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৯, ২০২৫, ০৭:৫৬ পিএম

দেশের বিভিন্ন স্থানে শিশুসহ ক্রমাগত ধর্ষণের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌর এলাকার ছাত-জনতা।

রোববার ( ৯ মার্চ ) বিকালে যমুনাসেতু ঢাকা টাঙ্গাইল মহাসড়কের উত্তরবঙ্গের প্রবেশদ্বার এলেঙ্গা বাসস্ট্যান্ড এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে এলেঙ্গা উচ্চ বিদ্যালয়, শামসুল হক কলেজ, লুৎফর রহমান মতিন মহিলা কলেজ, জিতেন্দ্র বালা উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও কয়েক শতাধিক ছাত্র - জনতা অংশগ্রহণ করেন।

এসময় তারা তুমি কে, আমি কে আছিয়া আছিয়া, উই ওয়ান্ট জাস্টিস, আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই, ধর্ষকের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই স্লোগান দিতে থাকেন।

কর্মসূচিতে বক্তব্য রাখেন, ছাত্র প্রতিনিধি মেহেদি হাসান, হুসাইন কবির, সিয়াম, শান্ত প্রমুখ।

বক্তারা দ্রুত ধর্ষকের কঠিন শাস্তি নিশ্চিত করার দাবি জানান। সর্বোচ্চ শাস্তি ফাঁসি চান। আর তা না হলে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তারা । 

আরএস