টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতার বাড়ি দখল

চাঁদাবাজির মামলায় সমন্বয়ক মিষ্টি গ্রেপ্তার

রাইসুল ইসলাম লিটন, টাঙ্গাইল প্রকাশিত: মার্চ ১০, ২০২৫, ১১:১৪ এএম

টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতার বাড়ি দখল ও চাঁদাবাজির অভিযোগে আলোচিত সমন্বয়ক মারইয়াম মুকাদ্দাস মিষ্টিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাত ১২টার দিকে তাকে আটক করা হয়।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

কী ঘটেছিল?

গত শনিবার (৮ মার্চ) সকালে মারইয়াম মুকাদ্দাস মিষ্টি টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের বাড়ির তালা ভেঙে ১৭ জন মানসিক ভারসাম্যহীন নারী-পুরুষ নিয়ে সেখানে প্রবেশ করেন এবং দখল করেন।

এ ঘটনা জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরে প্রশাসন নড়েচড়ে বসে এবং রাত ১০টার দিকে যৌথবাহিনীর অভিযানে বাড়িটি দখলমুক্ত করা হয়।
চাঁদাবাজির অভিযোগ

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের স্ত্রী রওশন আরা খান জানান, মিষ্টি তাদের কাছে ১০ কোটি টাকা চাঁদা দাবি করেছিলেন। চাঁদার টাকা না দেওয়ায় তিনি বাড়িটি দখল করেন।

তিনি আরও জানান, বাড়িটি তার নামে নিবন্ধিত, যা তার স্বামীর সম্পত্তি নয়। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।

মামলা ও মুচলেকা দিয়ে মুক্তি, পরে গ্রেপ্তার

শনিবার রাতে মিষ্টিকে পুলিশ আটক করে এবং পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়। মুচলেকায় তিনি স্বীকার করেন, আইনসিদ্ধ অধিকার ছাড়া অন্যের ব্যক্তিগত সম্পত্তিতে প্রবেশ করে অপরাধ করেছেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পোস্টের কারণে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলেও উল্লেখ করেন।

কিন্তু পরবর্তীতে টাঙ্গাইল সদর থানায় চাঁদাবাজি ও দখলের অভিযোগে মামলা দায়ের করা হলে রোববার রাতে আবারও তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার অভিযোগ

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামি মিষ্টি ও তার সহযোগীরা বাড়ির তালা ভেঙে প্রবেশ করেন এবং নগদ পাঁচ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার চুরি করেন। এছাড়া আসবাবপত্র ভাঙচুর করেন, যার ক্ষতির পরিমাণ আনুমানিক ৫০ লাখ টাকা। এসময় বাদীপক্ষকে হুমকি দিয়ে বলা হয়, ১০ কোটি টাকা না দিলে বাড়িটি পুড়িয়ে দেওয়া হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বক্তব্য

টাঙ্গাইলের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা জানিয়েছেন, মিষ্টির কর্মকাণ্ডের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। তারা চাঁদাবাজি ও অবৈধ দখলের ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

ওসি তানভীর আহমেদ জানান, রওশন আরা খান বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেছেন। শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে মারইয়াম মুকাদ্দাস মিষ্টিকে গ্রেপ্তার করা হয়েছে।

ইএইচ