‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে শুরু হওয়া একটি র্যালি পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদে ফিরে আসে।
র্যালির পর, ফায়ার সার্ভিসের তত্ত্বাবধানে কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন ও স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের আগুন নেভানোর বিভিন্ন কৌশল শেখানো হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। বিশেষ অতিথি ছিলেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান রোমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাসির উদ্দিন, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, এনজিও প্রতিনিধিরা, এবং বিভিন্ন সংগঠন ও স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা।
ইএইচ