"দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি"—এই প্রতিপাদ্যে নওগাঁর মান্দায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় মান্দা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে দিবসটি উপলক্ষে অগ্নিকাণ্ড নির্বাপণ মহড়া, র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শফিউর রহমানের নেতৃত্বে অগ্নিকাণ্ড নির্বাপণ বিষয়ক একটি মহড়া অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল বাশার শামসুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দিপংকর পাল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খন্দকার মো. শরীফুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হাফসা খাতুন ইলা, মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শফিউর রহমান প্রমুখ।
এছাড়া, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, ইউনিয়ন পরিষদের সচিব ও সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ইএইচ