বিদ্যুতের সেবার মান উন্নয়ন ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষে ওজিপাডিকোর আয়োজনে গ্রাহকদের নিয়ে জুম মিটিং অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০ টায় শুরু হওয়া জুম মিটিং এ ওজিপাডিকোর প্রধান প্রকৌশলী আবদুল মজিদ (খুলনা জোন) অংশ গ্রহণ করে গ্রাহকদের সাথে কথা বলেন। জুম মিটিং এ তত্ত্ববধায়ক প্রকৌশলী মো: শহিদুল ইসলাম (পটুয়াখালী) এর সঞ্চালনায় ৬ টি ইএসইউ অংশ নেন।
জুম মিটিং এ চরফ্যাশনে ওজিপাডিকোর আবাসিক প্রকৌশলী মিজানুর রহমান ও বিভিন্ন গ্রাহক অংশ নিয়ে বিদ্যুৎ নিয়ে সুবিধা ও অসুবিধার কথা তুলে ধরেন।
আরএস