“দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলাপ্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ)।
সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি সার্কেলের সিনিয়র এ এসপি মাহমুদুল আলম, জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অ্যাডজুট্যান্ট আনোয়ার জাহেদ, জেলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল মান্নান আনসারী, জেলা ব্র্যাকের সমন্বয়কারী হাবিবুর রহমান, জেলা স্কাউটের কমিশনার মো: নুরুল আবছার, রাঙ্গামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল আলম প্রমুখ।
আলোচনা সভা শেষে দিবসটি উযাপন উপলক্ষে জেলা প্রশাসক প্রাঙ্গণে অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা মহড়া অনুষ্ঠিত হয়।
আরএস