বরিশালে দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

বরিশাল ব্যুরো প্রকাশিত: মার্চ ১০, ২০২৫, ০৮:৩৫ পিএম

“দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এই স্লোগান নিয়ে সোমবার (১০মার্চ) বিকেলে বরিশাল জেলা প্রশাসন আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) মো. আলাউল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রনজিৎ কুমার সরকারসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় অতিথিরা দুর্যোগের প্রস্তুতির বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে আলোচনা করে।

আরএস