নেত্রকোনার কলমাকান্দায় অবৈধভাবে স্থাপনা নির্মাণের সময় উচ্ছেদ অভিযান চালিয়েছেন উপজেলা প্রশাসন।
সোমবার (১০ মার্চ) দুপুরে উপজেলার রংছাতি ইউনিয়নের বরুয়াকোনা বাজার খালের ওপর নির্মিত ব্রীজ সংলগ্ন দখল করে নতুন ভাবে গড়ে তোলা একটি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।এতে নেতৃত্ব দেন কলমাকান্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার রংছাতি ইউনিয়নের বরুয়াকোনা বাজারের ওই খালের ব্রীজের দক্ষিণ পাশে আরসিসি পিলারের ওপর দোকানঘর নির্মাণের কাজ চলছে। যার ফলে বর্ষা মৌসুমে পানির প্রবাহমান বাধাগ্রস্ত সৃষ্টি হবে। স্থানীয় লোকজন বলছেন, বর্ষা মৌসুমে বাজারের পানি ওই খালের মধ্যে দিয়ে প্রবাহমান থাকে। কিন্তু সম্প্রতি ওই খালের গতিপথ দখল করে দোকান ঘর নির্মাণের চেষ্টা করা হয়। খবর পেয়ে উপজেলা প্রশাসন খালের মধ্যে নতুনভাবে গড়ে ওঠা একটি স্থাপনা গুঁড়িয়ে দিয়ে দখল মুক্ত করে।
অভিযানে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট অবৈধ দখলকারীদের সতর্ক করে বলেন, খাল, বিল, নদীর পাড় ও রাস্তা এসব জনগণের সম্পত্তি। অবৈধ দখলকারী কাউকে ছাড় দেওয়া হবে না। এই সবকিছুই পরিবেশগত ভারসাম্য ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে উচ্ছেদ কর্যক্রম চলমান থাকবে।
আরএস