কক্সবাজারে এক মার্কিন নারী শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (১০ মার্চ) সকাল ১০টার দিকে শহরের শহীদ স্মরণীতে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত যুবকের নাম তারেকুর রহমান প্রকাশ চুইল্যা তারেক (৩০)। সে কক্সবাজার শহরের মোহাজের পাড়া মোহাম্মদ ফরিদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার সাইফুদ্দিন শাহীন।
তিনি জানান, ওই মার্কিন নারী ইউএন ওম্যান নামে একটি আন্তর্জাতিক সংস্থায় কর্মরত। তিনি তার সহকর্মীকে সঙ্গে নিয়ে সোমবার সকাল ১০টার দিকে শহরের শহীদ স্মরণী দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় এক যুবক গতিরোধ করে ওই মার্কিন নারীকে জাপটে ধরেন। এছাড়া তার শরীরের বিভিন্ন স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করেন।
পরবর্তীতে ঘটনাটি তিনি পুলিশকে জানান। বিকেল ৪টার দিকে শহরের ঝাউতলা থেকে অভিযুক্ত তারেককে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান পুলিশ সুপার।
আরএস