বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় শহীদ হওয়া ঝালকাঠির সেলিম তালুকদারের নবজাতক কন্যার পাশে দাঁড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার ঝালকাঠি শহরের মডেল ক্লিনিকে শহীদ সেলিম তালুকদারের স্ত্রী সুমী আক্তার ও নবজাতক কন্যাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় এনসিপি নেতৃবৃন্দ।
এ সময় জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সুমী আক্তারকে ফুলের শুভেচ্ছা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এনসিপির যুগ্ম সদস্য সচিব মো. মশিউর রহমানের নির্দেশনায় ঝালকাঠির নেতৃবৃন্দ মো. শাহীন আলম, আব্দুল্লাহ ওমর, আবু হানিফ, নাজমুল হাসান টিটু, মুফতি মাসুম বিল্লাহ, মো. মাহাবুব মিয়া উপস্থিত ছিলেন।
জাতীয় নাগরিক পার্টির ঝালকাঠির মো. শাহীন আলম বলেন, "বিপ্লবীদের পাশে দাঁড়িয়ে আমরা এনসিপির নেতা-কর্মীরা কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ। আমরা এমন একটি বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাবো, যেখানে দুর্দশা থাকবে না। কেন্দ্রের নির্দেশনায় ২৪`র আন্দোলনের সকল বিপ্লবীদের নিয়ে অল্প সময়ের মধ্যে সারা দেশে জেলা ও উপজেলায় জাতীয় নাগরিক পার্টির কার্যক্রম শুরু হবে।"
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঝালকাঠির নলছিটি উপজেলার সেলিম তালুকদার ঢাকায় শহীদ হন। সে সময় সেলিমের স্ত্রী সুমী আক্তার আড়াই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ৮ মার্চ সুমি আক্তার শহরের একটি ক্লিনিকে কন্যা সন্তান প্রসব করেন। সেলিম তালুকদার ৩১ জুলাই ঢাকায় শহীদ হন।
ইএইচ