মধ্যনগরে দু’পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত, পরিবার দাবি স্ট্রোকে মৃত্যু

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১১, ২০২৫, ০১:২০ পিএম

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মহিষখলা বাজারে পাথরবাহী টিসি গাড়ী থেকে চাঁদা উত্তোলন এবং প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন।

সোমবার সন্ধ্যায় উপজেলার উত্তর বংশীকুন্ডা মহিষখলা বাজারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে বড়ছড়া থেকে পাথরবাহী গাড়ী মহিষখলা বাজারে প্রবেশ করে, যেখানে আবার চাঁদা আদায় করা হয়। চাঁদা আদায়কে কেন্দ্র করে ছাত্রদল নেতা হারুনুর মাহমুদ এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হযরত আলীর সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। সড়ক দুর্ঘটনা এড়াতে টিসি গাড়ী চলাচল বন্ধের দাবীতে এলাকাবাসী একটি মানববন্ধন করেন।

সোমবার সন্ধ্যায় দাতিয়াপাড়া গ্রামের হারুন মাহমুদ ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হযরত আলীর লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় একাধিক ব্যক্তি আহত হন এবং মহিষখলা বাজার সংলগ্ন হোসেনপুর গ্রামের মোহাম্মদ আলী নামের ৫০ বছরের এক ব্যক্তি মারা যান।

সাবেক ভাইস চেয়ারম্যান হযরত আলী গণমাধ্যমকে জানান, সন্ধ্যায় হারুনের লোকজন মহিষখলা বাজারে হামলা ও দোকানপাট ভাঙচুর করে, এতে বেশ কিছু মানুষ আহত হন। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে আহত ৯ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহত মোহাম্মদ আলীর পরিবার দাবি করছে, তিনি স্ট্রোক জনিত কারণে মারা গেছেন এবং শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না।

মধ্যনগর থানার ওসি মো. সজীব রহমান জানান, ঘটনার পরপরই ধর্মপাশা সার্কেলের এসএসপি আলী ফরিদ আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং সংঘর্ষের ঘটনায় তার আঘাতের বিষয়টি না পাওয়ায় বিনা ময়নাতদন্তে লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইএইচ