৩ দিন ধরে পীরগঞ্জের গৃহকর্মী কেরানীগঞ্জে নিখোঁজ, সন্ধান চেয়ে জিডি

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১১, ২০২৫, ০১:৩৯ পিএম

রাজধানীর কেরানীগঞ্জ এলাকা থেকে বৃষ্টি আকতার নামে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জের এক গৃহকর্মী নিখোঁজ হয়েছেন।

গত রোববার (৮ মার্চ) বিকালে ঢাকার কেরানীগঞ্জের একটি বাসা থেকে বের হয়ে নিজ অজান্তে হারিয়ে যান।

বৃষ্টি আকতার ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার করনা গ্রামের শহীদ হোসেনের মেয়ে। তিনি ঢাকার কেরানীগঞ্জ থানার জিঞ্জিরা এলাকার একটি বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন।

তার নিখোঁজ হওয়ার তথ্য জানিয়ে রোববার (৮ মার্চ) কেরানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন গৃহকর্তা ডা. শারমিন আক্তার বৃষ্টি।

নিখোঁজ বৃষ্টির গায়ের রং শ্যামলা, পরণে লাল সালোয়ার কামিজ ছিল, চুল ছোট ছোট, উচ্চতা ৪ ফুট ৭ ইঞ্চি। কেউ তার সন্ধান পেলে কেরানীগঞ্জ থানায় যোগাযোগ করতে অনুরোধ করেছেন বাড়ির মালিক ডা. শারমিন আক্তার বৃষ্টি।

ইএইচ