ফেনীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ফেনী প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১১, ২০২৫, ০৩:১৬ পিএম

ফেনীতে বাসের ধাক্কায় মোহাম্মদ আকিবুল হাসান (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে ফেনী-সোনাগাজী আঞ্চলিক সড়কের মোল্লার তাকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকিব চট্টগ্রামের পটিয়া উপজেলার পশ্চিম ডেংগা পাড়ার মৃত রফিক আহমদের ছেলে এবং একটি কোম্পানীর মার্কেটিং ফেনী প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মোটরসাইকেলযোগে ফেনী থেকে সোনাগাজী রওয়ানা করেন আকিব। মোল্লার তাকিয়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

ফেনী মডেল থানার ওসি শামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইএইচ