হালদায় অভিযান চালিয়ে ২লক্ষাধিক টাকার জাল জব্দ

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি: প্রকাশিত: মার্চ ১১, ২০২৫, ০৩:৫৭ পিএম

দেশের অন্যতম মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর হাটহাজারী অংশে অভিযান চালিয়ে ৬ হাজার ৭০০ মিটার ঘেরাজাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১১ মার্চ) ভোরে নদীর রামদাস মুন্সিরহাট ও সত্তারঘাটসহ বিভিন্ন এলাকায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

জব্দকৃত জালের আনুমানিক মূল্য ২লাখ ১৭ হাজার টাকা হবে বলে জানান মৎস্য অফিসার। বিষয়টি নিশ্চিত করে তিনি আরো জানান, হালদা নদীতে গভীর রাতে রাত ১২টা থেকে ভোর সাড়ে ৩টা পর্যন্ত মৎস্য সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অবৈধভাবে মাছ শিকারের জন্য পাতানো আনুমানিক ৬ হাজার ৭০০ মিটার চরঘেরা জাল জব্দ করা হয়। হালদা পাড়ের রামদাস মুন্সিরহাট থেকে সত্তারঘাট হয়ে মেখল ইট ভাটা এলাকা পর্যন্ত অভিযানটি পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য দপ্তর হাটহাজারী ও হালদা অস্থায়ী ফাঁড়ির নৌ-পুলিশের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। পরে জব্দকৃত অবৈধ জালসমূহ নৌ-পুলিশের হেফাজতে রাখা হয়।

হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন, সংরক্ষণ ও মৎস্য সম্পদ রক্ষায় এ জাতীয় কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


বিআরইউ