চৌগাছায় ছাত্রদলের মানববন্ধন

এম এ মান্নান, চৌগাছা (যশোর) প্রকাশিত: মার্চ ১১, ২০২৫, ০৭:৫৭ পিএম

যশোরের চৌগাছায় সরকারি কলেজ ছাত্রদল উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) সকালে দেশব্যাপী নারীদের ওপর চলমান সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে চৌগাছা সরকারি কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন এবং নারীদের প্রতি সহিংসতা বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমন হাসান রকি, চৌগাছা পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক হাকিম রেজা, চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক মোবারক হোসেন প্রমুখ।

তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে নারীদের ওপর যে সহিংসতা বেড়ে চলছে, তা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নারীর নিরাপত্তা নিশ্চিতকরা শুধু সরকারের নয়, সমগ্র সমাজের দায়িত্ব। সচেতনতা বৃদ্ধি ও ন্যায়বিচার নিশ্চিত করা গেলে নারীদের প্রতি সহিংসতা কমবে।

এ সময় পৌর ছাত্রদল নেতা সরোয়ার হোসেন মামুন,চৌগাছা সরকারী কলেজ ছাত্রদল নেতা আরিব হোসেন, সাগর আহমেদ, রিফাত রহমান, মাহফুজ হোসেন, নাদিম হোসেন, নাহিদ হোসেন, রিসাদ হোসেন সারিয়া খাতুনসহ উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধনে নেতাকর্মীরা নারীর প্রতি সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

আরএস