অনৈতিক কার্যকলাপের সময় সেনা সদস্যসহ ৩ যুবক আটক

পোরশা (নওগাঁ) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১২, ২০২৫, ০২:৩৪ পিএম

নওগাঁর পোরশায় অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক সেনা সদস্যসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার নিতপুর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাপাহার উপজেলার জালশুকা গ্রামের মেহেদী হাসান (২০), শামীম আলী (৩০) ও শামীম ইকবাল (২০) নামের তিন যুবক এক সেনা সদস্যসহ শ্রীকৃষ্ণপুর গ্রামের মো. আখতারুল ইসলামের বাড়িতে যান। এ সময় তারা তার মেয়ে মোছা. সানোয়ারা বেগমের (২৮) সঙ্গে অনৈতিক কার্যকলাপে জড়িত ছিলেন বলে অভিযোগ ওঠে।

গ্রামবাসী বিষয়টি টের পেয়ে পুলিশের ট্রিপল নাইনে ফোন করে জানালে, পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়। পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তিন যুবককে আদালতে পাঠানো হয় এবং আটক সেনা সদস্যকে সেনাবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

এলাকাবাসী অভিযোগ করেছেন, সানোয়ারা বেগম দীর্ঘদিন ধরে অনৈতিক কার্যকলাপে জড়িত ছিলেন এবং স্থানীয়ভাবে অনেকবার সতর্ক করা হলেও তা বন্ধ হয়নি। তারা প্রশাসনের কাছে এ ধরনের কর্মকাণ্ড বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ইএইচ