দেশব্যাপী চলমান ধর্ষণ এবং ধর্ষণের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় রাজবাড়ীর সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি অ্যাডভোকেট মো. আসলাম মিয়ার নির্দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য দেন- শিক্ষার্থী সানজিদা জাহান তিশা, ইসরাত জাহান, মিনা আক্তার, লিজু খানম, সিনথিয়া ইসলাম প্রমুখ।
বক্তারা শিশু আছিয়াসহ সকল ধর্ষণের সুষ্ঠু বিচার দাবি করেন এবং ধর্ষকদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি কার্যকর করার দাবি জানান।
ইএইচ