জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং

হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১২, ২০২৫, ০৪:৩৮ পিএম

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বুধবার হবিগঞ্জ সিভিল সার্জনের সভা কক্ষে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

এই আয়োজনটি ছিল জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে।

ভিটামিন ‘এ’ প্লাস এর কার্যকারিতা ও বিভিন্ন রোগ সম্পর্কে সাংবাদিকদের বিস্তারিত তথ্য উপস্থাপন করেন ডা. নিজামউদ্দিন খান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন রত্নদ্বীপ বিশ্বাস, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মখলিছুর রহমান উজ্জ্বল, ডেপুটি সিভিল সার্জন।

এছাড়া, হবিগঞ্জে কর্মরত সাংবাদিকবৃন্দও সভায় উপস্থিত ছিলেন। সিভিল সার্জন রত্নদ্বীপ বিশ্বাস রোগ নিরোধ ও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস সম্পর্কে বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি বলেন, আগামী ১৫ মার্চ হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে।

তিনি সকলকে আহবান জানান যে, প্রতিটি এলাকায় প্রত্যেক শিশু যেন ভিটামিন ‘এ’ প্লাস পায় এবং কোনো শিশু বাদ না পড়ে। জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান উদ্বোধন করবেন বলে জানান সিভিল সার্জন।

ইএইচ