বাগেরহাটের মোরেলগঞ্জে মাদরাসা শিক্ষক পরিষদের আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৩টার দিকে মাধ্যমিক অফিস মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুল আলীম।
সভাপতিত্ব করেন শিক্ষক পরিষদ মোরেলগঞ্জ উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুল বারী।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শাহাদাৎ হোসাইন, অধ্যক্ষ মাওলানা বায়জিদ হোসেন ও অধ্যক্ষ ড. মো. রুহুল আমীন।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম, মাওলানা মো. সাইফুল্লাহ ও উপজেলা স্কাউটস সম্পাদক মো. লুৎফর রহমান।
ইএইচ