তাহিরপুরে রেজিলিয়েন্স ভলান্টিয়ারদের ত্রৈমাসিক সভা

তাহিরপুর প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১২, ২০২৫, ০৫:২২ পিএম

‍‍`দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি‍‍` এ প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে সুনামগঞ্জের তাহিরপুরে দুর্যোগ মোকাবিলায় পূর্ব প্রস্তুতি গ্রহণে কার্যকর ভূমিকা ও দায়দায়িত্ব পালনে সক্রিয় হবার অঙ্গীকার নিয়ে রেজিলিয়েন্স ভলান্টিয়ারদের সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে তাহিরপুর উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন প্রাঙ্গণে এফআইভিডিবি উইমেন লেড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রকল্পের আয়োজনে এবং আন্তর্জাতিক সংস্থা "পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল" এর সার্বিক সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুনাব আলীর সভাপতিত্বে ও উইমেন লেড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রকল্পের ইউনিয়ন মবিলাইজার ফয়সল আহমদ এর সঞ্চালনায় সভায় তাহিরপুর উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. কামাল পাশা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মুহিবুল ইসলাম, উইমেন লেড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রকল্পের মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন অফিসার ইয়াকুব হোসেন-সহ উপজেলার চারটি ইউনিয়নের রেজিলিয়েন্স ভলান্টিয়ারগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এফআইভিডিবি উইমেন লেড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রকল্প উন্নত স্বাস্থ্য এবং জলবায়ু পরিবর্তন স্থিতিস্থাপকতায় নারী ও কিশোরীদের নেতৃত্বের অগ্রগতির জন্য জনসচেতনতা মূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

ইএইচ