জামালপুরে বিএনপির ইফতার মাহফিল

বিপুল মিয়া, জামালপুর প্রকাশিত: মার্চ ১২, ২০২৫, ০৭:১৯ পিএম

জামালপুর সদর উপজেলার ৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার হাজীপুর আলহাজ্ব জয়নুল আবেদীন দাখিল মাদরাসায় এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী দলের সভাপতি আ. হালিম।

ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আক্তারুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ ছানা, সিনিয়র সহ-সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক মো. জহুরুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন- যুগ্ম সাধারণ সম্পাদক ফারাবি সরকার সম্রাট, যুবদলের সভাপতি মঞ্জুরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুর রহমান দুখু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোখলেছুর রহমান, ওয়ার্ড সহ-সভাপতি সুলতান মাহমুদ, ছাত্রদলের সভাপতি আল-আমিন, কৃষকদলের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ মেম্বারসহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

সংক্ষিপ্ত আলোচনা শেষে দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ইএইচ