নোয়াখালীতে অবৈধ ২টি ইটভাটা ভেঙে জেল ও জরিমানা

নোয়াখালী প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১২, ২০২৫, ০৭:৪৩ পিএম

নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলায় দুইটি অবৈধ ইটভাটা ভেঙে গুড়িয়ে দিয়েছে প্রশাসন।

বুধবার নোয়াখালী জেলা পরিবেশ অধিদপ্তর ও সুবর্ণচর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে ইটভাটাগুলোর কিলন ও চিমনি ভেঙে দেওয়া হয় এবং আগুন নিভিয়ে ফেলা হয়।

এ সময় চর আমানউল্লাহ এলাকায় মেসার্স যমুনা ইটভাটার ম্যানেজারকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অপরদিকে, মেসার্স মুক্তা ইটভাটাকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সুবর্ণচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ছেনমং মারমা। এ ছাড়াও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হাসান সজীব, চরজব্বার থানা পুলিশ ও সুবর্ণচর ফায়ার সার্ভিসের ইউনিট সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিহির লাল সরদার জানান, মেসার্স মুক্তা ও যমুনা ব্রিকস দীর্ঘদিন ধরে লাইসেন্স ও ছাড়পত্র ছাড়াই নিষিদ্ধ এলাকায় ইটভাটা পরিচালনা করছিল। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৯ অনুযায়ী এই অভিযান পরিচালনা করে এসব দণ্ড দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, মেসার্স যমুনা ব্রিকসের বিরুদ্ধে এর আগেও অভিযান পরিচালনা করা হয়েছিল এবং ভাটা পরিচালনায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। কিন্তু তারা আইন লঙ্ঘন করে আবারও চালু করায় আজকের অভিযানে ম্যানেজারকে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
মিহির লাল সরদার বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে সরকারের নির্দেশনা ও মহামান্য হাইকোর্টের আদেশ বাস্তবায়ন করে অভিযান অব্যাহত থাকবে।

ইএইচ