মহেশপুরে বিএনপির প্রতিবাদ সমাবেশ

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১২, ২০২৫, ০৭:৫২ পিএম

কেন্দ্রীয় বিএনপির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল বলেছেন, দেশের জনগণ জানে কাদের হাতে রক্ত লেগে আছে এবং কারা আল্লাহর দোহায় দিয়ে বেহেস্থের টিকিটের ব্যবসা করছে। তিনি অভিযোগ করেন, জামায়াত এখন পারিবারিক স্বামী-স্ত্রীর মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে। এছাড়া, তারা গ্রামের অসহায় এবং সহজ-সরল মহিলাদের আল্লাহর ভয় দেখিয়ে ইয়ানতের নামে চাঁদাবাজির ব্যবসা শুরু করেছে।

তিনি প্রশ্ন তুলেন, এসব ইয়ানতের টাকা কোথায় যাচ্ছে?

শিমুল বলেন, দেশের মানুষ ৭১ সাল থেকে তাদের কর্মকাণ্ড দেখে আসছে এবং জনগণের সেবা করার জন্য সৎ পথে রাজনীতি করার আহবান জানান।

তিনি বুধবার বিকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলা বাঁশবাড়ীয়া বাজারে উপজেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত বিশাল প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দবির উদ্দীন বিশ্বাসের সঞ্চালনায় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, জেলা বিএনপির উপদেষ্টা এস এম শাহজামান মোহন, তরফদার তৌফিক মাহামুদ বিপু, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোমিনুর রহমান, মহেশপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আনিসুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক মাজেদুজ্জামান কাজল, জেলা জিয়া পরিষদের সভাপতি প্রভাষক কামাল আহাম্মেদ, বাঁশবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক সুজানুর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদলের সভাপতি কামরুজ্জামান রতন প্রমুখ।

ইএইচ