চৌগাছায় জামায়াতের আয়োজনে পেশাজীবি শাখার ইফতার মাহফিল

চৌগাছা (যশোর) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১২, ২০২৫, ০৯:০০ পিএম

যশোরের চৌগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজনে পেশাজীবি শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে উপজেলার জামায়াত অফিস হলরুমে এ মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা ফার্মা শাখার সভাপতি মনিরুজ্জামান। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ।

উপজেলা ফার্মা শাখার সেক্রেটারী এইচ এম ইয়াকুব হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা নুরুজ্জামান আল-মামুন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক প্যানেল মেয়র মাষ্টার কামাল আহমেদ, সহকারী সেক্রেটারি মাওলানা গিয়াস উদ্দিন, ডা. শাহিদুর রহমান ইমন, ডা. আহম্মদ মুছা, পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল খালেক, পৌর সেক্রেটারি ডা. জিল্লুর রহমান।

বক্তৃতা করেন পৌর পেশাজীবি সভাপতি অধ্যাপক রেজাউল করিম, ডা. আব্দুর রশিদ, সাংবাদিক এম এ রহিম, এম এ মান্নান, কালিমুল্লাহ সিদ্দিক, প্রভাষক আব্দুল আজিজ, মাওলানা ওসমান গনি, ইখতিয়ার রহমান, হাফিজুর রহমান, মাসুদ আজাদ, কাওছা রহমান, মাসুম হোসেন ও এরশাদ আলী প্রমুখ।

ইএইচ