টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন হয়েছে।
বুধবার সকাল ১১টায় মধুপুর রাণী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চারদিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুবায়ের হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন- মধুপুর রাণী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল বাছেদ, বিশ্বসাহিত্য কেন্দ্রের উপ-পরিচালক ও ভ্রাম্যমাণ বইমেলা প্রকল্পের সমন্বয়ক উজ্জ্বল হোসেন, ভ্রাম্যমাণ বইমেলার ইউনিট ইনচার্জ অমিত চক্রবর্তীসহ অন্যান্য ব্যক্তিরা।
আয়োজক সূত্রে জানা যায়, জ্ঞানভিত্তিক সমাজ গঠনে ভালো বইয়ের গুরুত্ব অপরিসীম। তবে মানসম্মত বই সবসময় পাঠকের নাগালে থাকে না। বাংলা একাডেমির বার্ষিক গ্রন্থমেলা দেশের সব পাঠকের জন্য যথেষ্ট নয়। এ কারণে বিশ্বসাহিত্য কেন্দ্র দেশের বিভিন্ন অঞ্চলে ভ্রাম্যমাণ বইমেলা আয়োজন করে, যাতে জ্ঞানপিপাসুরা সহজেই বিশ্বমানের বইয়ের সংস্পর্শে আসতে পারেন।
সংস্কৃতি মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় পরিচালিত এ কার্যক্রমের অংশ হিসেবে মধুপুরে ১২ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে।
মেলায় সাহিত্য, দর্শন, চলচ্চিত্র, চিত্রকলা, বিজ্ঞান, রাজনীতি, অর্থনীতি, জীবনী, সমাজবিজ্ঞানসহ নানান বিষয়ে সমৃদ্ধ বই পাওয়া যাবে। এই আয়োজন পাঠকদের জ্ঞানচর্চাকে আরও সমৃদ্ধ করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।
ইএইচ