বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন বুড়িতিস্তা রিজার্ভের/জলাশয়ে পুনঃখনন কাজের জটিলতা নিরসনকল্পে নীলফামারীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এর আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস্ এ.বি.এম ফয়জুল ইসলাম, নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আতিকুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম, বাংলাদেশ জামাতে ইসলামী জেলা শাখার কর্ম পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুজ্জামান মন্টু, জেলা জজ কোর্টের পিপি ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আল মাসুদ চৌধুরী, জলঢাকা পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. জুলফিকার রহমান, নীলফামারী প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক নুর আলম, জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আল-আমিন সহ আরো অনেকে।
বিআরইউ