বাউয়েটের ২৪তম অর্থ কমিটির সভা অনুষ্ঠিত

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৩, ২০২৫, ০৭:২০ পিএম

নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর ২৪তম অর্থ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট রুমে মেজর জেনারেল এস এম আসাদুল হক, এনডিসি, পিএসসি, জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় ২৩তম অর্থ কমিটির সভার কার্যবিবরণী পর্যালোচনা ও অনুমোদন দেওয়া হয়।

এছাড়াও ২০২৪-২৫ অর্থবছরের জন্য বহিঃস্থ নীরিক্ষক নিয়োগ, খেলার মাঠ সংস্কার, একাডেমিক ভবনে ওয়াই-ফাই সুবিধা স্থাপনসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুজ্জামান, এরিয়া সদর দপ্তর বগুড়ার কর্ণেল এডমিন, কর্ণেল জোবায়ের আহমেদ, পিএসসি, আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট (এডুকেশন ডিভিশন) এর সমন্বয়কারী অফিসার কর্ণেল গাজী মো. খালিদ হোসেন, পিএসসি (অব.), বাউয়েটের ট্রেজারার কর্ণেল মো. শওকত হুসেন, পিএসসি (অব.), সায়েন্স এন্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অনুষদের ডিন প্রফেসর ড. মো. নূরুল ইসলাম, কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজের অধ্যক্ষ মো. তৌহিদুল ইসলাম এবং বাউয়েটের ভারপ্রাপ্ত পরিচালক (অর্থ ও হিসাব) মো. সেলিম রেজা, এসিএমএ।

সভা শেষে এরিয়া কমান্ডার বগুড়া ও জিওসি ১১ পদাতিক ডিভিশন বাউয়েটের ক্লাসরুম এবং ল্যাব পরিদর্শন করেন। পরে প্রশাসনিক ভবন প্রাঙ্গণে একটি কাঠ বাদাম গাছের চারা রোপণ করেন। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিনগণ, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমন্ডলি এবং কর্মকর্তাবৃন্দ।

ইএইচ