মোবাইলে প্রেম, দেখা করতে এসে ধর্ষণের শিকার তরুণী

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৩, ২০২৫, ০৭:৩০ পিএম

এক বছর আগে মোবাইলে পরিচয়ের পর প্রেমে জড়িয়ে পড়েন দিনা (ছদ্মনাম) ও ফরিদ। এক পর্যায়ে প্রেমিক ফরিদ, তার প্রেমিকাকে সামনাসামনি দেখা করার প্রস্তাব দেন।

এ বিষয়ে প্রেমিকা দিনা, ফরিদের কথা মতো কুমিল্লা থেকে গাজীপুরের কালীগঞ্জ আসেন। সারাদিন ঘুরাফেরা করার পর, সন্ধ্যায় বাড়ি ফিরে যাওয়া অনিরাপদ মনে করে তারা রাতে এক বাড়িতে অবস্থান করেন। রাতে ওই বাড়িতে আরো কয়েকজনের সহযোগিতায় ধর্ষণের শিকার হন তিনি।

এজাহারে ধর্ষণের পর মারধরের ঘটনাও উল্লেখ করা হয়েছে। ঘটনার পর তরুণী তার বাড়িতে ফিরে পরিবারকে বিষয়টি জানান। এরপর পরিবারের পরামর্শে তিনি কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলার বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, তরুণী বুধবার রাতে থানায় এসে মামলা করেন। এ পরিপ্রেক্ষিতে অভিযুক্তের ধরপাকড় করতে অভিযান শুরু হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে।

এ ঘটনায় মামলায় সাতজনকে আসামি করা হয়েছে। অভিযুক্ত ফরিদ পালোয়ান, কালীগঞ্জ উপজেলার মুক্তারপুর ইউনিয়নের হরিদেবপুর গ্রামের বাসিন্দা।

ওসি মো. আলাউদ্দিন আরও বলেন, "আমরা দ্রুততম সময়ে আসামিকে গ্রেপ্তার করতে পারব।"

ইএইচ