লাকী আক্তারকে গ্রেপ্তারের দাবিতে ধামরাইয়ে মানববন্ধন

মাসুদ রানা, ধামরাই (ঢাকা) প্রকাশিত: মার্চ ১৩, ২০২৫, ০৯:০০ পিএম

দেশদ্রোহীদের ষড়যন্ত্র রুখতে শাহাবাগী লাকী আক্তারকে গ্রেপ্তার ও শাপলা চত্বরের গণহত্যার দ্রুত বিচারের দাবিতে ঢাকার ধামরাইয়ে মানববন্ধন করেছে ছাত্র-জনতা।

এসময় ‍‍`ল‍‍` তে লাকী, তুই হাসিনা, তুই হাসিনা বলে স্লোগান দেয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে ধামরাই উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনের সামনে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তারা ধর্ষণ, শাহাবাগে পুলিশের উপরে বামপন্থীদের হামলা, দেশদ্রোহীদের ষড়যন্ত্র রুখতে শাহাবাগী লাকী আক্তারকে গ্রেপ্তার ও শাপলার গণহত্যার দ্রুত বিচারের দাবি জানান।

মানববন্ধনে ধামরাইয়ের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ইএইচ