কুড়িগ্রামে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার বিষয়ে অংশীজনদের মতামত গ্রহণের জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাউবোর রংপুর জোনের প্রধান প্রকৌশলী মাহবুবুর রহমান।
এছাড়া পাউবোর রংপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবিব, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান, পাওয়ার চায়নার প্রতিনিধি ও কনসালটেন্ট মকবুল হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন।
তাদের মধ্যে ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়োকোবাদ, জামায়াতে ইসলামীর জেলা আমীর আব্দুল মতিন ফারুকী এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু।
সভায় পাওয়ার চায়নার প্রতিনিধি মকবুল হোসেন জানান, "তিস্তা নদীর উন্নয়ন ও পুনরুদ্ধারে মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে কাজ চলছে। সংশ্লিষ্ট সকল অংশীজনের মতামতকে গুরুত্ব দেওয়া হবে।"
সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ তাদের মতামত তুলে ধরেন। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা তা মনোযোগ সহকারে শোনেন এবং লিখিতভাবে লিপিবদ্ধ করেন।
জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, "তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে স্থানীয় জনগণের মতামত গুরুত্বপূর্ণ। সবার সম্মিলিত প্রচেষ্টায় এই প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা হবে।"
ইএইচ