শাহজাদপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, কিশোর আটক

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৪, ২০২৫, ০৭:৩৭ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুরে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযুক্ত কিশোরকে আটক করেছে থানা পুলিশ। তারা সর্ম্পকে মামাতো ফুফাতো ভাই-বোন।

শুক্রবার দুপুরে উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের রতনকান্দি গ্রাম থেকে ওই কিশোরকে আটক করা হয় বলে জানান শাহজাদপুর থানার ওসি আছলাম আলী।

ভুক্তভোগী শিশুটি শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ভুক্তভোগী শিশুর মা বলেন, “দুই মেয়েকে ভাইয়ের বাড়িতে রেখে ঢাকায় পোশাক কারখানায় চাকরি করি। সোমবার ১১ বছর বয়সি ভাতিজা আমার মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। তবে ভাইয়ের পরিবার বিষয়টি আমাকে জানায়নি। অন্য মাধ্যমে জানতে পেরে শুক্রবার সকালে ঢাকা থেকে বাড়িতে এসে মেয়েকে হাসপাতালে ভর্তি করাই। এ ঘটনায় মামলা করব। আমি ন্যায় বিচার চাই।”

শাহজাদপুর থানার ওসি আছলাম আলী বলেন, বিষয়টি শোনার পর ওই কিশোরকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। ভুক্তভোগীর পরিবার অভিযোগ দিলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ইএইচ