মনোহরগঞ্জে জামায়াতের ইফতার মাহফিল

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৪, ২০২৫, ০৭:৫৪ পিএম

কুমিল্লার মনোহরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

শুক্রবার দক্ষিণ বাতাবাড়িয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ড. একেএম সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী।

এসময় তিনি কুরআন এবং সুন্নাহ‍‍`র আলোকে মাহে রমজানের তাৎপর্য নিয়ে বিশদভাবে আলোচনা করেন। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি কল্যাণকর রাষ্ট্র গঠনে কাজ করে যাচ্ছে। আর কুরআন এবং সুন্নাহ‍‍`র নির্দেশিত আইনে পরিচালিত করলেই একটি কল্যাণকর রাষ্ট্র গঠন সম্ভব।

তিনি আরও বলেন, বাংলাদেশে কুরআন এবং সুন্নাহ‍‍`র আইন প্রতিষ্ঠিত থাকলে ধর্ষণসহ সকল অপরাধমূলক কাজের সাথে মানুষ জড়াতো না।

অধ্যাপক ড. একেএম সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী বলেন, ধর্মনিরপেক্ষতা মতবাদ, জাতীয়তাবাদসহ বিভিন্ন মতবাদের সরকার বাংলাদেশ স্বাধীনতার পর থেকে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পালন করে আসছে। এতে আমাদের (বাঙ্গালীদের) কোন ভাগ্য পরিবর্তনে কাজ করেনি। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী মতবাদে বিশ্বাসী দলের মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে ইসলামি শাসন ব্যবস্থা বাস্তবায়নে ভূমিকা রাখতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি ফয়েজুর রহমান, সরসপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মাকসুদ আলম, সরষপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শহিদুল ইসলাম, মনোহরগঞ্জ উপজেলা পূর্ব শিবিরের সভাপতি রবিউল হোসেন, মনোহরগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি জহিরুল ইসলাম, ডা. সোহেল আহমেদ প্রমুখ।

দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা ইয়াকুব।

ইএইচ