কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আনন্দ মিছিল

কুড়িগ্রাম প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৪, ২০২৫, ০৯:১৯ পিএম

কুড়িগ্রামের চর মন্ত্রণালয় বিষয়ে প্রধান উপদেষ্টার সম্মতি জ্ঞাপনের জন্য আনন্দ মিছিল করেছে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শুক্রবার বিকেল ৫ টায় একটি  আনন্দ মিছিল কুড়িগ্রাম কলেজমোড়স্হ বিজয়স্তম্ভ  থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে এসে মিলিত হয়।

এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ,  যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান, মুখ্য সংগঠক সাদিকুর রহমান,সংগঠক আলমগীর হোসেন,মুখপাত্র  জান্নাত তহুরা তন্বী প্রমুখ।

বক্তারা এসময় কুড়িগ্রাম বাসীর পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টাকে অসংখ্য মোবারকবাদ এবং অসংখ্য লাখে লাখো শুভেচ্ছা জানান তারা।

আরএস