ঝালকাঠিতে সিটি ক্লাব ও পাঠাগারের প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া, ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ আয়োজন করা হয়।
সিটি ক্লাবের সভাপতি গৌতম সরকার বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারহানা ইয়াসমিন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আক্কাস সিকদার, সিটি ক্লাবের সাধারণ সম্পাদক আজাদ হোসেন পান্নাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংগঠনের দেড় শতাধিক সদস্য।
ইফতার মাহফিলের আগে আয়োজিত আলোচনা সভায় সংগঠনের সভাপতি সিটি ক্লাব ও পাঠাগারের ৪০ বছরের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন। প্রধান অতিথি সংগঠনের কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতে এর অগ্রগতিতে পাশে থাকার আশ্বাস দেন।
আলোচনা সভা সঞ্চালনা করেন সংগঠনের সহ-সভাপতি কাজি খলিলুর রহমান, এবং দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা সরোয়ার ইসলাম।
ইএইচ