কিশোরগঞ্জে ইন্নী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৫, ২০২৫, ০২:৫৬ পিএম

রাজশাহী নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী জিলফা জাহান ইন্নীকে ধর্ষণের পর পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যার প্রচার চালানোর প্রতিবাদে ও দোষীদের ফাঁসির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর ১২টায় কিশোরগঞ্জের কালীবাড়ি মুক্তমঞ্চে শিক্ষার্থী, নাট্যশিল্পী, সাংবাদিক ও সচেতন নাগরিকদের অংশগ্রহণে "ছাত্রজনতা" ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

আব্দুর রহমানের সভাপতিত্বে এবং অ্যাডভোকেট এম. এনামুল হকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ প্রতিদিনের কিশোরগঞ্জ প্রতিনিধি সাইফুদ্দিন আহমেদ লেলিন, কালের নতুন সংবাদের সম্পাদক খায়রুল ইসলাম, বাংলাদেশ বেতারের শিল্পী হোসনেআরা মমতাজ, আবৃত্তিকার রুমা আক্তার, নাট্যশিল্পী হারুন রশীদ, সহকারী অধ্যাপক সামিউল হক মোল্লা, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক শ্যামল মিল্কী, শিক্ষক আবুল হোসেন বিএসসি এবং নিহত ইন্নীর বাবা, সাংবাদিক ও নাট্যশিল্পী ছড়াকার সাদেকুর রহমান রতন।

উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি ২০২৫ রাজশাহীর বহরমপুর এলাকার মেহেদী হাসান নিপুর ভাড়া বাসা থেকে ইন্নীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর বাড়িওয়ালা ও সংশ্লিষ্টরা লাশ হাসপাতালে নিয়ে গিয়ে ঘটনাটিকে আত্মহত্যা বলে প্রচার চালান। তবে পরিবার ও স্থানীয়দের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

স্থানীয় প্রভাবশালী একটি মহল ধর্ষক ও হত্যাকারীদের রক্ষা করতে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়, ফলে মামলায় জটিলতা সৃষ্টি হয়। অবশেষে ৭ মার্চ ২০২৫ নিহত ইন্নীর বাবা সাদেকুর রহমান রতন রাজশাহীর রাজপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।

মানববন্ধনে বক্তারা দ্রুততম সময়ে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ইএইচ