জয়পুরহাটে ২৪টি অবৈধ ইটভাটায় অভিযান, ১৮ লাখ টাকা জরিমানা

আলী হাসান, জয়পুরহাট প্রকাশিত: মার্চ ১৫, ২০২৫, ০৩:৫৩ পিএম

মহামান্য হাইকোর্টের আদেশক্রমে জয়পুরহাট জেলায় অবৈধ ইটভাটা উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।

তিনটি উপজেলায় অভিযান চালিয়ে ৯টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে এবং ১৮ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জয়পুরহাট জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা আকতার চৌধুরীর নির্দেশনায় এ অভিযান চলমান রয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জয়পুরহাট জেলায় মোট ৩০টি অবৈধ ইটভাটা রয়েছে। এর মধ্যে জয়পুরহাট সদর উপজেলায় ২০টি, পাঁচবিবি উপজেলায় ৮টি এবং আক্কেলপুর উপজেলায় ২টি অবৈধ ইটভাটা রয়েছে। ৩০টি ইটভাটার মধ্যে ২৪টিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এ পর্যন্ত মোট ১৮ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ৯টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে।

এ অভিযানে উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভূমি, জেলা প্রশাসনের সহকারী কমিশনার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণসহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক, পরিদর্শক, পুলিশ বাহিনী এবং ফায়ার সার্ভিসের কর্মীরা সহযোগিতা করেন।

জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স না থাকার কারণে হাইকোর্টের নির্দেশনায় অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান চলমান রয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় অবশিষ্ট ইটভাটায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইএইচ