কক্সবাজারের জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে গুলি করে হত্যা

কক্সবাজার প্রতিনিধি: প্রকাশিত: মার্চ ১৫, ২০২৫, ০৪:৪৩ পিএম

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।

শুক্রবার রাত ১০টার দিকে ইসলামাবাদ ইউনিয়নের ফাঁসিয়াখালি এলাকায় এ ঘটনা ঘটে বলে ঈদগাঁও থানার ওসি মো. মশিউর রহমান জানান।

নিহত হাবিবুল হুদা চৌধুরী (৬৭) একই এলাকার মৃত শামশুল হুদা চৌধুরীর ছেলে।

আহতরা হলেন— নিহতের বোন কোহিনূর সিদ্দিকা, মেয়ে শবনম তপুরা ও শ্যালিকা খতিজা বেগম।

নিহতের স্ত্রী খুরশিদা বেগম জানান, আগে থেকেই আওয়ামী লীগ নেতা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের পরিবারের সঙ্গে জমির মালিকানা নিয়ে তাদের বিরোধ চলছিল। এ বিরোধকে কেন্দ্র করে তার স্বজনদের রাজনৈতিকভাবে হয়রানি করে আসছিল আব্দুর রাজ্জাক।

এ বিরোধে দলীয় ক্ষমতার প্রভাব খাটিয়ে তাদের ওপর একাধিকবার হামলার পাশাপাশি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয় বলেও অভিযোগ করেন এ নারী।

খুরশিদা বলেন, “শুক্রবার দুপুরেও একবার হামলা চালায় রাজ্জাকের পরিবার। রাতে আবারও তারা ১৫-২০ জন সংঘবদ্ধ হয়ে আমাদের বসত ঘরে ভাঙচুর চালায়। এ সময় তাদের গুলিতে বিদ্ধ হন আমার স্বামী।”

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত বলে জানান।

ওসি মশিউর বলেন, “জমি বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।”

নিহতের লাশ কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।

বিআরইউ